বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ কত শতাংশ টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায়?
- Answer
- ১০ শতাংশ (১০%)
- Description
- Reference
- কারেন্ট অ্যাফেয়ার্স। সেপ্টেম্বর ২০২২। পৃষ্ঠা-৭৬
- Categories
- বাংলাদেশের সংবিধান
- Tags
- মন্ত্রিসভা, সংবিধান
Related Questions
- প্রশ্ন ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? উত্তর সপ্তম তফসিলে [১৫০(২) অনুচ্ছেদ]।
- প্রশ্ন সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ যুক্ত করা হয়? উত্তর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
- প্রশ্ন সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উত্তর ১০ এপ্রিল, ১৯৭১।
- প্রশ্ন SRO-এর পূর্ণরূপ কী? উত্তর Statutory Regulatory Order
- প্রশ্ন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর পঞ্চম তফসিল
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তর এ.এইচ.এম কামারুজ্জামান। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন? উত্তর খন্দকার মোশতাক আহমদ।