‘জাতিসংঘ সমুদ্র আইন’ বা UNCLOS কবে স্বাক্ষরিত হয়?
- Alt Question
‘জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন’ কত সালে স্বাক্ষরিত হয়?
- Answer
- ১০ ডিসেম্বর ১৯৮২ সালে
- Description
জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea (সংক্ষেপে UNCLOS বা আনক্লস) ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত একটি চুক্তির নাম। চুক্তিটি জাতিসংঘের সমুদ্রবিষয়ক তৃতীয় সম্মেলনের (UNCLOS III) ফসল, যে সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। ৬০তম দেশ হিসেবে গায়ানা চুক্তিটি অনুমোদনের (ratify) এক বছর পর ১৬ নভেম্বর ১৯৯৪ সালে তা কার্যকর হয়।
আন্তর্জাতিক এ চুক্তিটি সমস্ত সামুদ্রিক এবং সামুদ্রিক কার্যকলাপের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করে। মৎস্য শিকার, নৌচলাচল, মহীসোপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মতো বিষয়গুলো এ চুক্তির মূল বিষয়।
- Categories
- আন্তর্জাতিক চুক্তি ও সনদ
- Tags
- চুক্তি, জাতিসংঘ, তারিখ
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন আনক্লস (UNCLOS)-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Convention/Conference on the Law of the Sea
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১
- প্রশ্ন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কবে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কবে? উত্তর ১৯৮০ সালে।
- প্রশ্ন পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? উত্তর ৭ ডিসেম্বর ১৯৭০
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে? উত্তর ৩০ মার্চ ১৯৭১
- প্রশ্ন ICAO-এর পূর্ণরূপ কী? উত্তর International Civil Aviation Organization
- প্রশ্ন আইএমএফ (IMF)-এর পূর্ণরূপ কী? উত্তর International Monetary Fund
- প্রশ্ন এসডিজি (SDG)-এর পূর্ণরূপ কী? উত্তর Sustainable Development Goals
- প্রশ্ন UNCDF-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Capital Development Fund
- প্রশ্ন UNCST-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Conference on Science and Technology
- প্রশ্ন UNEDC-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Economic and Development Commission
- প্রশ্ন UNGASS-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations General Assembly Special Session
- প্রশ্ন ইউনিফেম (UNIFEM)-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Development Fund for Women