আনক্লস (UNCLOS)-এর পূর্ণরূপ কী?
- Answer
- United Nations Convention/Conference on the Law of the Sea
- Description
জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea (সংক্ষেপে UNCLOS) ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত একটি চুক্তির নাম। চুক্তিটি জাতিসংঘের সমুদ্রবিষয়ক তৃতীয় সম্মেলনের (UNCLOS III) ফসল, যে সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। ৬০তম দেশ হিসেবে গায়ানা চুক্তিটি অনুমোদনের (ratify) এক বছর পর ১৬ নভেম্বর ১৯৯৪ সালে তা কার্যকর হয়।
আন্তর্জাতিক এ চুক্তিটি সমস্ত সামুদ্রিক এবং সামুদ্রিক কার্যকলাপের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করে। মৎস্য শিকার, নৌচলাচল, মহীসোপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মতো বিষয়গুলো এ চুক্তির মূল বিষয়।
- Categories
- আন্তর্জাতিক চুক্তি ও সনদ
- Tags
- আন্তর্জাতিক শব্দ-সংক্ষেপ, চুক্তি, জাতিসংঘ
Related Questions
- প্রশ্ন ‘জাতিসংঘ সমুদ্র আইন’ বা UNCLOS কবে স্বাক্ষরিত হয়? উত্তর ১০ ডিসেম্বর ১৯৮২ সালে
- প্রশ্ন CTBT-এর পূর্ণরূপ কী? উত্তর Comprehensive Nuclear-Test-Ban Treaty
- প্রশ্ন ICTR-এর পূর্ণরূপ কী? উত্তর International Criminal Tribunal for Rwanda
- প্রশ্ন ইনস্ট্র (INSTRAW)-এর পূর্ণরূপ কী? উত্তর International Research and Training Institute for the Advancement of Women
- প্রশ্ন ITU-এর পূর্ণরূপ কী? উত্তর International Telecommunication Union
- প্রশ্ন UN-HABITAT-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Human Settlements Program
- প্রশ্ন UNOPS-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Office for Project Services
- প্রশ্ন WBG-এর পূর্ণরূপ কী? উত্তর World Bank Group
- প্রশ্ন CTBTO-এর পূর্ণরূপ কী? উত্তর Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization
- প্রশ্ন ICTY-এর পূর্ণরূপ কী? উত্তর International Criminal Tribunal for the former Yugoslavia
- প্রশ্ন ইউনেসকো (UNESCO)-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Educational, Scientific and Cultural Organization
- প্রশ্ন UNRISD-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Research Institute for Social Development
- প্রশ্ন UNU-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations University
- প্রশ্ন WFP-এর পূর্ণরূপ কী? উত্তর World Food Program
- প্রশ্ন আইএইএ (IAEA)-এর পূর্ণরূপ কী? উত্তর International Atomic Energy Agency