আনক্লস (UNCLOS)-এর পূর্ণরূপ কী?

Answer
United Nations Convention/Conference on the Law of the Sea
Description

জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea (সংক্ষেপে UNCLOS) ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত একটি চুক্তির নাম। চুক্তিটি জাতিসংঘের সমুদ্রবিষয়ক তৃতীয় সম্মেলনের (UNCLOS III) ফসল, যে সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। ৬০তম দেশ হিসেবে গায়ানা চুক্তিটি অনুমোদনের (ratify) এক বছর পর ১৬ নভেম্বর ১৯৯৪ সালে তা কার্যকর হয়।

আন্তর্জাতিক এ চুক্তিটি সমস্ত সামুদ্রিক এবং সামুদ্রিক কার্যকলাপের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করে। মৎস্য শিকার, নৌচলাচল, মহীসোপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মতো বিষয়গুলো এ চুক্তির মূল বিষয়।

Categories
আন্তর্জাতিক চুক্তি ও সনদ
Tags
আন্তর্জাতিক শব্দ-সংক্ষেপ, চুক্তি, জাতিসংঘ

Related Questions