ইমেইলে ব্যবহৃত Cc-এর পূর্ণরূপ কী?
- Answer
- Carbon Copy
- Description
যাকে বা যাদেরকে সরাসরি উদ্দেশ্য করে ইমেইল প্রেরণ করা হয় তাদের ইমেইল ঠিকানাগুলো To এর ঘরে উল্লেখ করা হয়। অন্যদিকে ইমেইলের বিষয়টি অবগত করানোর জন্য Cc এর ঘরে কাঙ্ক্ষিত ব্যক্তিদের ইমেইল ঠিকানাগুলো রাখা হয়।
যেমন, কোনো প্রতিষ্ঠানের এক দপ্তর থেকে অন্য দপ্তরে ইমেইল প্রেরণের ক্ষেত্রে প্রাপক দপ্তরের ইমেইল ঠিকানা To এর ঘরে লেখা হয়। আর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে Cc-তে রাখা হয়। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও ইমেইলের একটি কপি পায় এবং বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে।
- Categories
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
- Tags
- ইমেইল, কম্পিউটার সংক্রান্ত শব্দ-সংক্ষেপ
Related Questions
- প্রশ্ন ইমেইলে ব্যবহৃত Bcc-এর পূর্ণরূপ কী? উত্তর Blind Carbon Copy
- প্রশ্ন ইমেইল (Email)-এর পূর্ণরূপ কী? উত্তর Electronic Mail
- প্রশ্ন POP-এর পূর্ণরূপ কী? উত্তর Post Office Protocol
- প্রশ্ন এসএমটিপি (SMTP)-এর পূর্ণরূপ কী? উত্তর Simple Mail Transfer Protocol
- প্রশ্ন সিপিইউ (CPU)-এর পূর্ণরূপ কী? উত্তর Central Processing Unit
- প্রশ্ন সিডিএ (CDA)-এর পূর্ণরূপ কী? উত্তর Content Delivery Application
- প্রশ্ন MIME-এর পূর্ণরূপ কী? উত্তর Multipurpose Internet Mail Extensions
- প্রশ্ন আইপি (IP)-এর পূর্ণরূপ কী? উত্তর Internet Protocol
- প্রশ্ন SMPP-এর পূর্ণরূপ কী? উত্তর Short Message Peer-to-peer Protocol
- প্রশ্ন WiMax-এর পূর্ণরূপ কী? উত্তর Worldwide Interoperability for Microwave Access
- প্রশ্ন ANSI-এর পূর্ণরূপ কী? উত্তর American National Standards Institute
- প্রশ্ন CDMA-এর পূর্ণরূপ কী? উত্তর Code Division Multiple Access
- প্রশ্ন DOS-এর পূর্ণরূপ কী? উত্তর Disk Operating System
- প্রশ্ন EB-এর পূর্ণরূপ কী? উত্তর Exabyte
- প্রশ্ন কম্পিউটার মেমোরির একক GB-এর পূর্ণরূপ কী? উত্তর Gigabyte