ইমেইল (Email)-এর পূর্ণরূপ কী?
- Answer
- Electronic Mail
- Description
ইলেকট্রনিক মেইল হলো ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ ও গ্রহণ করা হয়। একে সংক্ষেপে ইমেইল, বা শুধু মেইল বলা হয়। রেমন্ড স্যামুয়েল টমলিনসন (সংক্ষিপ্ত নাম রে টমলিনসন)-কে ইমেইলের জনক বলা হয়। ১৯৭১ সালে তিনি ARPANET-এর মাধ্যমে সর্বপ্রথম ইমেইল প্রেরণ করেন।
ইমেইল পাঠাতে কিংবা গ্রহণ করতে ইমেইল ঠিকানার প্রয়োজন হয়। প্রত্যেক ইমেইল ঠিকানায় ‘
@
’ চিহ্নটি থাকে যা রে টমলিনসন সর্বপ্রথম ব্যবহার করেন। বর্তমানে অধিকাংশ ইমেইল ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। এগুলোতে টেক্সটের পাশাপাশি ছবিও পাঠানো যায় এবং যেকোনো ফাইল সংযুক্তি (Attachment) হিসেবে জুড়ে দেয়া যায়।- Categories
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
- Tags
- ইমেইল, কম্পিউটার সংক্রান্ত শব্দ-সংক্ষেপ
Related Questions
- প্রশ্ন ইমেইলে ব্যবহৃত Bcc-এর পূর্ণরূপ কী? উত্তর Blind Carbon Copy
- প্রশ্ন ইমেইলে ব্যবহৃত Cc-এর পূর্ণরূপ কী? উত্তর Carbon Copy
- প্রশ্ন POP-এর পূর্ণরূপ কী? উত্তর Post Office Protocol
- প্রশ্ন এসএমটিপি (SMTP)-এর পূর্ণরূপ কী? উত্তর Simple Mail Transfer Protocol
- প্রশ্ন ওসিআর (OCR) এর পূর্ণরূপ কী? উত্তর Optical Character Recognition/Reader.
- প্রশ্ন টুজি (2G)-এর পূর্ণরূপ কী? উত্তর Second Generation
- প্রশ্ন অ্যাজাক্স (AJAX)-এর পূর্ণরূপ কী? উত্তর Asynchronous JavaScript and XML
- প্রশ্ন REST-এর পূর্ণরূপ কী? উত্তর Representational State Transfer
- প্রশ্ন কেবিপিএস (KBps)-এর পূর্ণরূপ কী? উত্তর দুটি রয়েছে।
- প্রশ্ন ভিওআইপি (VoIP)-এর পূর্ণরূপ কী? উত্তর Voice Over Internet Protocol
- প্রশ্ন প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত AI-এর পূর্ণরূপ কী? উত্তর Artificial Intelligence
- প্রশ্ন বিসিডি (BCD)-এর পূর্ণরূপ কী? উত্তর Binary Coded Decimal
- প্রশ্ন CD-RW-এর পূর্ণরূপ কী? উত্তর Compact Disc Re-Writable
- প্রশ্ন FAT-এর পূর্ণরূপ কী? উত্তর File Allocation Table
- প্রশ্ন HDMI-এর পূর্ণরূপ কী? উত্তর High-Definition Multimedia Interface