ইমেইল (Email)-এর পূর্ণরূপ কী?

Answer
Electronic Mail
Description

ইলেকট্রনিক মেইল হলো ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ ও গ্রহণ করা হয়। একে সংক্ষেপে ইমেইল, বা শুধু মেইল বলা হয়। রেমন্ড স্যামুয়েল টমলিনসন (সংক্ষিপ্ত নাম রে টমলিনসন)-কে ইমেইলের জনক বলা হয়। ১৯৭১ সালে তিনি ARPANET-এর মাধ্যমে সর্বপ্রথম ইমেইল প্রেরণ করেন।

ইমেইল পাঠাতে কিংবা গ্রহণ করতে ইমেইল ঠিকানার প্রয়োজন হয়। প্রত্যেক ইমেইল ঠিকানায় ‘@’ চিহ্নটি থাকে যা রে টমলিনসন সর্বপ্রথম ব্যবহার করেন। বর্তমানে অধিকাংশ ইমেইল ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। এগুলোতে টেক্সটের পাশাপাশি ছবিও পাঠানো যায় এবং যেকোনো ফাইল সংযুক্তি (Attachment) হিসেবে জুড়ে দেয়া যায়।

Categories
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
Tags
ইমেইল, কম্পিউটার সংক্রান্ত শব্দ-সংক্ষেপ

Related Questions