ট্যাগ: মুক্তিযুদ্ধের সেক্টর
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ১১টি
- প্রশ্ন আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ১০ নং সেক্টরের
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন্ সেক্টরের অর্ন্তভুক্ত ছিল? উত্তর ৭ নং সেক্টর
- প্রশ্ন ৩ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? উত্তর মেজর এম.এম নুরুজ্জামান
- প্রশ্ন ১০ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ৪টি।
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কবে? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে কে ভাগ করেন? উত্তর জেনারেল আতাউল গনি ওসমানী।
- প্রশ্ন কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? উত্তর ১০ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিরা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তর ১০ নং সেক্টর