সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

Answer
ভারতের গুজরাটে
Description

দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে সার্ক (SAARC) গঠিত। সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত। এর মধ্যে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি (SAARC Disaster Management Centre বা সংক্ষেপে SDMC) বর্তমানে ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। আগে এটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ছিল।

কেন্দ্রটি ২০০৬ সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বরে সার্কের পূর্বতন চারটি আঞ্চলিক কেন্দ্রকে একত্রিত করে এটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো:-

  1. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SDMC – নতুন দিল্লি, ভারত),
  2. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র (SMRC – ঢাকা, বাংলাদেশ);
  3. সার্ক বনায়ন কেন্দ্র (SFC – থিম্পু, ভুটান) ও
  4. সার্ক কোস্টাল জোন ম্যানেজমেন্ট সেন্টার (SCZMC – মালে, মালদ্বীপ)।
Reference
Categories
আন্তর্জাতিক অর্থনৈতিক জোট
Tags
সার্ক (SAARC)

Related Questions