সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
- Answer
- ভারতের গুজরাটে
- Description
দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে সার্ক (SAARC) গঠিত। সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত। এর মধ্যে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি (SAARC Disaster Management Centre বা সংক্ষেপে SDMC) বর্তমানে ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। আগে এটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ছিল।
কেন্দ্রটি ২০০৬ সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বরে সার্কের পূর্বতন চারটি আঞ্চলিক কেন্দ্রকে একত্রিত করে এটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো:-
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SDMC – নতুন দিল্লি, ভারত),
- সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র (SMRC – ঢাকা, বাংলাদেশ);
- সার্ক বনায়ন কেন্দ্র (SFC – থিম্পু, ভুটান) ও
- সার্ক কোস্টাল জোন ম্যানেজমেন্ট সেন্টার (SCZMC – মালে, মালদ্বীপ)।
- Reference
- Categories
- আন্তর্জাতিক অর্থনৈতিক জোট
- Tags
- ভারত, সার্ক (SAARC)
Related Questions
- প্রশ্ন এসইসি (SEC)-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Energy Center
- প্রশ্ন SAC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Agricultural Center
- প্রশ্ন এসএফসি (SFC)-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Forestry Center
- প্রশ্ন SMRC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Meteorological Research Center
- প্রশ্ন SHRDC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Human Resources Development Center
- প্রশ্ন SIC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Information Center
- প্রশ্ন SIGG-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC’s Inter-Governmental Group
- প্রশ্ন STAC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Tuberculosis and HIV/AIDS Center
- প্রশ্ন STC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Tuberculosis Center (বর্তমানে STAC)
- প্রশ্ন সার্ক (SAARC)-এর পূর্ণরূপ কী? উত্তর South Asian Association for Regional Cooperation
- প্রশ্ন সিরডাপ (CIRDAP)-এর পূর্ণরূপ কী? উত্তর Center on Integrated Rural Development for Asia and the Pacific
- প্রশ্ন সিবিআই (CBI)-এর পূর্ণরূপ কী? উত্তর Central Bureau of Investigation
- প্রশ্ন ইকো (ECO)-এর পূর্ণরূপ কী? উত্তর Economic Cooperation Organization
- প্রশ্ন ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রশ্ন IAF-এর পূর্ণরূপ কী? উত্তর Indian Air Force