বাংলাদেশের জাতীয় কবি কে?
- Alt Question
বাংলাদেশের জাতীয় কবির নাম কী?
- Answer
- কাজী নজরুল ইসলাম
- Description
১৯২৯ সালের ১০ ডিসেম্বর অবিভক্ত বাংলায় কলকাতার এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস, ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্র দাশসহ বহু বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কাণ্ডারী’ এবং ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীকালে তাকে ‘জাতীয় কবি’ হিসেবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ জারি করা হয়।
এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টারাও তাঁকে ‘জাতীয় কবি’ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু সবক্ষেত্রে বাংলাদেশের ‘জাতীয় কবি’র স্বীকৃত পেলেও সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়নি। অবশেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কাজী নজরুল ইসলামকে তাঁর ঢাকায় আগমনের তারিখ (০৪ মে ১৯৭২) হতে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
- Reference
- Categories
- বাংলাদেশের জাতীয় বিষয়াবলি
- Tags
- জাতীয় কবি
সারাক্ষণ খোলা ❯