মূল্য সংযোজন কর (সংক্ষেপে মূসক বা ভ্যাট) বাংলাদেশে কবে চালু করা হয়?
- Alt Question
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় কবে?
- Answer
- ১ জুলাই, ১৯৯১
- Description
Value Added Tax (সংক্ষেপে VAT বা ভ্যাট)-এর বাংলা হলো মূল্য সংযোজন কর বা সংক্ষেপে মূসক। ভ্যাট হলো এক ধরনের পরোক্ষ কর। এ উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। ১৯৯১ সালের অর্থ আইন দ্বারা বাংলাদেশে ভ্যাটের প্রবর্তন করা হয়। আইনটি ১০ জুলাই, ১৯৯১ সালে জাতীয় সংসদে পাস হয়। ১ জুলাই ১৯৯১ থেকে এ কর ব্যবস্থা কার্যকর হয়।
- Categories
- বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য
- Tags
- ভ্যাট (VAT)
Related Questions
- প্রশ্ন মূসক-এর পূর্ণরূপ কী? উত্তর মূল্য সংযোজন কর।
- প্রশ্ন ভ্যাট (VAT)-এর পূর্ণরূপ কী? উত্তর Value Added Tax
- প্রশ্ন ইজিপি (e-GP) এর পূর্ণরূপ কী? উত্তর Electronic Government Procurement.
- প্রশ্ন বেজা (BEZA)-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Economic Zones Authority
- প্রশ্ন বিএসবিকে (BSBK)-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Sthala Bandar Kartipaksha
- প্রশ্ন DCCI-এর পূর্ণরূপ কী? উত্তর Dhaka Chamber of Commerce & Industry
- প্রশ্ন ই-ক্যাব (e-CAB)-এর পূর্ণরূপ কী? উত্তর e-Commerce Association of Bangladesh
- প্রশ্ন এফবিসিসিআই (FBCCI)-এর পূর্ণরূপ কী? উত্তর Federation of Bangladesh Chambers of Commerce and Industry
- প্রশ্ন IDBB-এর পূর্ণরূপ কী? উত্তর Industrial Development Bank of Bangladesh
- প্রশ্ন ওএমএস (OMS)-এর পূর্ণরূপ কী? উত্তর Open Market Sale
- প্রশ্ন SEZ-এর পূর্ণরূপ কী? উত্তর Special Economic Zone
- প্রশ্ন BEA-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Economic Association
- প্রশ্ন BFIU-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Financial Intelligence Unit
- প্রশ্ন বাংলাদেশে BSEC-এর পূর্ণরূপ কী? উত্তর দুটি রয়েছে।
- প্রশ্ন DEPZ-এর পূর্ণরূপ কী? উত্তর Dhaka Export Processing Zone