মূল্য সংযোজন কর (সংক্ষেপে মূসক বা ভ্যাট) বাংলাদেশে কবে চালু করা হয়?
- Alt Question
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় কবে?
- Answer
- ১ জুলাই, ১৯৯১
- Description
Value Added Tax (সংক্ষেপে VAT বা ভ্যাট)-এর বাংলা হলো মূল্য সংযোজন কর বা সংক্ষেপে মূসক। ভ্যাট হলো এক ধরনের পরোক্ষ কর। এ উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। ১৯৯১ সালের অর্থ আইন দ্বারা বাংলাদেশে ভ্যাটের প্রবর্তন করা হয়। আইনটি ১০ জুলাই, ১৯৯১ সালে জাতীয় সংসদে পাস হয়। ১ জুলাই ১৯৯১ থেকে এ কর ব্যবস্থা কার্যকর হয়।
- Categories
- বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য
- Tags
- ভ্যাট (VAT)
Related Questions
- প্রশ্ন ভ্যাট (VAT)-এর পূর্ণরূপ কী? উত্তর Value Added Tax
- প্রশ্ন মূসক-এর পূর্ণরূপ কী? উত্তর মূল্য সংযোজন কর।
- প্রশ্ন এডিপি (ADP)-এর পূর্ণরূপ কী? উত্তর Annual Development Program
- প্রশ্ন BIBM-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Institute of Bank Management
- প্রশ্ন CAG-এর পূর্ণরূপ কী? উত্তর Comptroller and Auditor General
- প্রশ্ন DIA-এর পূর্ণরূপ কী? উত্তর Directorate of Audit and Inspection
- প্রশ্ন ইইজেড (EEZ)-এর পূর্ণরূপ কী? উত্তর Exclusive Economic Zone
- প্রশ্ন জিএসপি (GSP)-এর পূর্ণরূপ কী? উত্তর Generalized System of Preferences
- প্রশ্ন MCCI-এর পূর্ণরূপ কী? উত্তর Metropoliton Chamber of Commerce and Industry
- প্রশ্ন PRSP-এর পূর্ণরূপ কী? উত্তর Poverty Reduction Strategy Paper
- প্রশ্ন টিফা (TIFA)-এর পূর্ণরূপ কী? উত্তর Trade and Investment Framework Arrangement
- প্রশ্ন BB-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Bank
- প্রশ্ন বিডা (BIDA)-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Investment Development Authority
- প্রশ্ন CEPZ-এর পূর্ণরূপ কী? উত্তর Chittagong Export Processing Zone
- প্রশ্ন DITF-এর পূর্ণরূপ কী? উত্তর Dhaka International Trade Fair