‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- Answer
- প্রতি + আবর্তন
- Description
তৎসম শব্দের স্বরসন্ধির ক্ষেত্রে, ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ বা য(্য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন:-
প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন
ই-কার + আ = য-ফলা + আ-কার- Reference
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)। প্রথম প্রকাশ ১৯৯৫। পুনর্মুদ্রণ: ২০১৭। পৃষ্ঠা-৩৭ (৯ নং সূত্র)
- Categories
- সন্ধি বিচ্ছেদ
- Tags
- স্বরসন্ধি