জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?

Answer
বুদ্ধদেব বসু
Description

বুদ্ধদেব বসু ছিলেন জীবনানন্দের অন্যতম পৃষ্ঠপোষক এবং তার সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায় জীবনানন্দের বহু কবিতা ছাপা হয়। ১৯৪৩ সালে ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থের আলোচনায় বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’র আখ্যা দেন এভাবে – “সে-বৈশিষ্ট্যের নির্ভর আঙ্গিক অভিনবত্ব নয়, তাঁর নির্জন বিষণ্ণ কবিপ্রাণেরই ক্ষরণ বলা যায় সেটাকে। আবার বলি, তিনি আমাদের নির্জনতম কবি।”

এছাড়া ‘জীবনানন্দ দাশ-এর স্মরণে’ প্রবন্ধেও তাকে একই অভিধায় অভিহিত করেন। “তাঁর অনন্যতা বিষয়ে অনেক পাঠকই আজকের দিনে সচেতন, আর তিনি যে আমাদের ‘নির্জনতম’ কবি, অত্যধিক পুনরুক্তিবশত এই কথাটার ধার ক্ষ’য়ে গেলেও এর যথার্থ্যে আমি এখনও সন্দেহ করি না।”

Reference
Categories
বাংলা সাহিত্যিকদের জীবনী
Tags
জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু

Related Questions