‘অলীক মানুষ’ গ্রন্থের রচয়িতা কে?
- Answer
- সৈয়দ মুস্তাফা সিরাজ
- Description
অলীক মানুষ উপন্যাসটি সৈয়দ মুস্তাফা সিরাজের সবচেয়ে প্রশংসিত কাজ হিসেবে বিবেচিত হয়। এটি “চতুরঙ্গ” নামে একটি লিট্ল ম্যাগাজিনে ধারাবাহিকভাবে ছাপা হয়।
- Reference
CA Aug-21 p-55
- Categories
- বাংলা সাহিত্য
- Tags
- বাংলা উপন্যাস, সৈয়দ মুস্তাফা সিরাজ
Related Questions
- প্রশ্ন ‘রক্তের অক্ষর’ উপন্যাসের রচয়িতা কে? উত্তর রিজিয়া রহমান
- প্রশ্ন কথা সাহিত্য বলতে কী বোঝায়? উত্তর ছোটো গল্প ও উপন্যাস
- প্রশ্ন কোন আন্দোলনের প্রেক্ষাপটে বাংলা একডেমি প্রতিষ্ঠিত হয়? উত্তর ভাষা আন্দোলন
- প্রশ্ন ‘পুতুল নাচের ইতিকথা’ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়
- প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম অবাঙালি ঔপন্যাসিক কে? উত্তর হ্যানা ক্যাথারিন ম্যালেন্স
- প্রশ্ন ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ - কোন উন্যাসে রয়েছে? উত্তর কপালকুণ্ডলা
- প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? উত্তর কল্পতরু
- প্রশ্ন ‘দেশে-বিদেশে’ ভ্রমণ সাহিত্যের রচয়িতা কে? উত্তর সৈয়দ মুজতবা আলী
- প্রশ্ন রম্য রচনা ‘কমলাকান্তের দপ্তর’ প্রকাশিত হয় কবে? উত্তর ১৮৭৫ সালে
- প্রশ্ন ‘নূরজাহান’ উপন্যাসটির রচয়িতা কে? উত্তর ইমদাদুল হক মিলন
- প্রশ্ন ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থের লেখক কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রশ্ন একাত্তরের দিনগুলি বইটির লেখক কে? উত্তর জাহানারা ইমাম
- প্রশ্ন ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ উপন্যাসের লেখক কে? উত্তর সেলিনা হোসেন
- প্রশ্ন ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটির রচয়িতা কে? উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ্
- প্রশ্ন ‘পৃথ্বীরাজ’ মহাকাব্যের রচয়িতা কে? উত্তর যোগীন্দ্রনাথ বসু