এনজিও (NGO)-এর পূর্ণরূপ কী?

Answer
Non-Governmental Organization
Description

১৯৪৫ সালে জাতিসংঘ সর্বপ্রথম এনজিও (NGO) শব্দটি ব্যবহার করে। Non-Governmental Organization (NGO)-এর বাংলা করলে দাঁড়ায় “বেসরকারি সংস্থা”। তবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানকে এনজিও বলা যায় না। যেমন- ক্লাব, সমিতি, ট্রেড ইউনিয়ন ইত্যাদিকে এনজিও বলা হয় না। এনজিও হচ্ছে বেসরকারি পর্যায়ের সে সকল সংগঠন যারা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে সমাজের পিছিয়েপড়া, দরিদ্র, অশিক্ষিত মানুষের সার্বিক উন্নতির জন্য সরকারি সাহায্য ছাড়াই নিজস্ব উদ্যোগে সেবামূলক কাজ করে থাকে।

Reference

জাতিসংঘ সনদ। অধ্যায় ১০: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (অনুচ্ছেদ ৬১-৭২)

Categories
সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
Tags
আন্তর্জাতিক শব্দ-সংক্ষেপ, এনজিও (NGO), বাংলাদেশ-সংক্রান্ত শব্দ-সংক্ষেপ

Related Questions