‘Line of Control’ কোন দুটি দেশের সীমানা চিহ্নিত করেছে?
- Answer
- ভারত-পাকিস্তান।
- Description
- Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। সেপ্টেম্বর ২০২২। পৃষ্ঠা-৭৫
- Categories
- দেশের সীমারেখা
- Tags
- পাকিস্তান, ভারত, সীমানা/সীমারেখা/লাইন
Related Questions
- প্রশ্ন ১৯৭১ সালে ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? উত্তর ৩ নভেম্বর
- প্রশ্ন ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল কবে? উত্তর ৬ ডিসেম্বর ১৯৭১।
- প্রশ্ন ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রশ্ন পাকিস্তানের রাজনৈতিক দল PPP-এর পূর্ণরূপ কী? উত্তর Pakistan People’s Party
- প্রশ্ন ‘আফ্রিদি’ উপজাতি কোথায় বাস করে? উত্তর পাকিস্তান
- প্রশ্ন কোন্ দেশকে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়? উত্তর ভারত
- প্রশ্ন ২৫ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কোন কারাগারে রাখা হয়? উত্তর পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে।
- প্রশ্ন বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন? উত্তর ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল? উত্তর পাকিস্তানের করাচির মাশরুর বিমানঘাঁটিতে।