‘Let there be Light’ চলচ্চিত্রটি পরিচালনা করেন কে?

Alt Question

‘লেট দেয়ার বি লাইট’ বিখ্যাত ছায়াছবির পরিচালক কে?

Answer
জহির রায়হান
Description

জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ খান। তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, ঔপন্যাসিক ও গল্পকার। তিনি ১৯৬৯ সালে তাঁর স্বপ্নের সিনেমা ‘লেট দেয়ার বি লাইট’ নির্মাণের ঘোষণা দেন। ১৯৭০ সালের আগস্টের দিকে সিনেমার আংশিক দৃশ্যধারণও করেছিলেন, তবে তা শেষ করার আগেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়।

স্বাধীনতার পর মিরপুরে বড় ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি। ফলে ‘লেট দেয়ার বি লাইট’ সিনেমাটি অসমাপ্ত রয়ে যায়।

Reference

প্রথম আলো অনলাইন। ২৬ মার্চ ২০২৪। জহির রায়হানের ‘লেট দেয়ার বি লাইট’ এখন কোথায়

Categories
বাংলাদেশের শিল্প-সংস্কৃতি
Tags
চলচ্চিত্র, চলচ্চিত্রকার, জহির রায়হান

Related Questions