ইনস্ট্র (INSTRAW)-এর পূর্ণরূপ কী?
- Answer
- International Research and Training Institute for the Advancement of Women
- Description
ইনস্ট্র (UN-INSTRAWও বলা হয়) ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহযোগী প্রতিষ্ঠান। গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে সারা বিশ্বে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে উন্নত ও নিরাপদ করতে এটি কাজ করেছে। মেক্সিকোতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক মহিলা বর্ষ ১৯৭৫’ এর বিশ্ব সম্মেলনের সুপারিশের ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৯ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্টো ডোমিঙ্গোতে অবস্থিত ছিল। ২০১১ সালে ইনস্ট্র ও আরও ৩টি সংস্থা DAW, OSAGI, UNIFEM, অর্থাৎ মোট ৪টি সংস্থা UN Women এ একীভূত হয়।
- Reference
- Categories
- জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা
- Tags
- আন্তর্জাতিক শব্দ-সংক্ষেপ, জাতিসংঘ
Related Questions
- প্রশ্ন UNOPS-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Office for Project Services
- প্রশ্ন ICTR-এর পূর্ণরূপ কী? উত্তর International Criminal Tribunal for Rwanda
- প্রশ্ন CTBTO-এর পূর্ণরূপ কী? উত্তর Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization
- প্রশ্ন ICTY-এর পূর্ণরূপ কী? উত্তর International Criminal Tribunal for the former Yugoslavia
- প্রশ্ন IOM-এর পূর্ণরূপ কী? উত্তর International Organization for Migration
- প্রশ্ন UNFCCC-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Framework Convention on Climate Change
- প্রশ্ন UNRWA-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East
- প্রশ্ন আইএইএ (IAEA)-এর পূর্ণরূপ কী? উত্তর International Atomic Energy Agency
- প্রশ্ন WTO-এর পূর্ণরূপ কী? উত্তর দুটি রয়েছে।
- প্রশ্ন UNCCD-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Convention to Combat Desertification
- প্রশ্ন OPCW-এর পূর্ণরূপ কী? উত্তর Organization for the Prohibition of Chemical Weapons
- প্রশ্ন ইউনিফেম (UNIFEM)-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Development Fund for Women
- প্রশ্ন WFP-এর পূর্ণরূপ কী? উত্তর World Food Program
- প্রশ্ন FAO-এর পূর্ণরূপ কী? উত্তর Food and Agriculture Organization
- প্রশ্ন ICSID-এর পূর্ণরূপ কী? উত্তর International Center for Settlement of Investment Disputes