ইনস্ট্র (INSTRAW)-এর পূর্ণরূপ কী?

Answer
International Research and Training Institute for the Advancement of Women
Description

ইনস্ট্র (UN-INSTRAWও বলা হয়) ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহযোগী প্রতিষ্ঠান। গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে সারা বিশ্বে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে উন্নত ও নিরাপদ করতে এটি কাজ করেছে। মেক্সিকোতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক মহিলা বর্ষ ১৯৭৫’ এর বিশ্ব সম্মেলনের সুপারিশের ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৯ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্টো ডোমিঙ্গোতে অবস্থিত ছিল। ২০১১ সালে ইনস্ট্র ও আরও ৩টি সংস্থা DAW, OSAGI, UNIFEM, অর্থাৎ মোট ৪টি সংস্থা UN Women এ একীভূত হয়।

Reference

ইউএন উইমেন-এর ওয়েবসাইট

Categories
জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা
Tags
আন্তর্জাতিক শব্দ-সংক্ষেপ, জাতিসংঘ

Related Questions